Saturday, August 23, 2025

ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী ডেরায় হানা দিয়ে বড়সড় সাফল্য সেনার। বিজাপুরে (Bijapur) সিআরপিএফ-এর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল দুই মহিলা সহ ৬ মাওবাদীর। সংঘর্ষের পর এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনার তিনটি দলের। এলাকা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার দাবি জানিয়েছে সিআরপিএফ। লোকসভা নির্বাচনের আগে মাওবাদী উপদ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পরিকল্পনামাফিক তৎপরতা শুরু করেছে ভারতীয় সেনা।

ছত্তিশগড়ের বিজাপুরে নতুন ক্যাম্প তৈরি করে মাওবাদীদের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছিল সিআরপিএফ। সেই প্রস্তুতির মাঝেই ৩১ জানুয়ারি ল্যান্ড মাইন বিস্ফোরণে মৃত্যু হয় তিন সেনা জওয়ানের। তবে সেনার গোয়েন্দা বিভাগ ও সিআরপিএফ-কে কাজে লাগিয়ে এলাকার উপর নিয়ন্ত্রণ বাড়াতে থাকে নিরপত্তারক্ষী বাহিনী। পরিকল্পনা মাফিক বিজাপুরের বাসাগুড়া থানার (Basguda PS) অন্তর্গত চিকুরভাট্টি (Chikurbatti) ও পুশবকা (Pusbaka) গ্রামের মাঝের জঙ্গল এলাকার মাওবাদী ডেরায় হামলা চালানো হয় বুধবার ভোরে। হামলা চালায় সিআরপিএফ (CRPF), কোবরা বাহিনী (CoBRA) ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) – তিন শ্রেণির বাহিনী।

গুলির লড়াইয়ের পর সকালে ছয় মাওবাদীর দেহ উদ্ধার হয় এলাকা থেকে। সেনার দাবি কিছু মাওবাদী আহত হন গুলির লড়াইতে। তাঁদের সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে বাহিনী। মাওবাদী ডেরা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। মৃত ছয় মাওবাদীর দেহ সনাক্ত করা সম্ভব হয়। তাঁরা মাওবাদীদের ১০ নম্বর প্ল্যাটুনের সদস্য। তাঁদের মধ্যে ছিলেন কমান্ডার নাগেশ, তাঁর স্ত্রী সোনি ও অন্য় দুজন সদস্য আয়তু ও গঙ্গীকে সনাক্ত করা গিয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version