সকাল সকাল ট্রেন ভোগান্তি, বন্ধ হাওড়া-ব্যান্ডেল শাখার রেল চলাচল!

জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনের এক নম্বর থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ থাকায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন নির্দিষ্ট সময় ছাড়া যায়নি।

দোলের পরে আজ থেকেই স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। কিন্তু সকাল সকাল সেই বিভ্রাটে নাকাল হাওড়া- ব্যান্ডেল মেন লাইনের(Howrah Bandel Main line)নিত্যযাত্রীরা। এদিন সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ভোগান্তি। সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে (Bandel Station) রেলের তরফে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। সেই কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার যাত্রীরা।

বুধের সকাল থেকে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। সকাল সকাল ট্রেন বন্ধের কথা জানাজানি হওয়ায় সমস্যায় পড়েন রেল যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয় হাওড়া ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। আটটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও প্রায় আধঘণ্টা থেকে ৪৫ মিনিট দেরিতে লোকাল ট্রেন ছাড়ছে বলে অভিযোগ যাত্রীদের। জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনের এক নম্বর থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ থাকায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন নির্দিষ্ট সময় ছাড়া যায়নি। এখনও পর্যন্ত ২২টি ট্রেন বাতিলের খবর মিলেছে।