Monday, August 25, 2025

বিধায়ক পদ থেকে ইস্তফা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর

Date:

রায়গঞ্জের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন লোকসভায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজ, বুধবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি। তাঁর ইস্তফা গৃহীত হয়েছে বলেই খবর। একইসঙ্গে কৃষ্ণ বুধবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন। ফলে ওই পদটিও ফাঁকা হয়ে গিয়েছে। কৃষ্ণ কল্যাণীর ইস্তফার ফলে আরও একটি বিধানসভা বিধায়ক শূণ্য হল। সেখানে উপ-নির্বাচন হবে।

এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, “লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে রায়গঞ্জের মানুষের বিপুল সাড়া পাচ্ছি। আশা করি, অনেক ভোটে জিতব। ২ এপ্রিল তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেব। তার আগে সব পদ থেকে ইস্তফা দিলাম। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমি সাধারণ মানুষের কাছে একজন সাধারণ মানুষ হিসাবেই ভোট চাইতে চাই।”

বিজেপির বিধায়ক থাকাকালীন রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীর চক্রান্তের শিকার হয়েছিলেন বলেও বুধবার অভিযোগ করেছেন কৃষ্ণ কল্যাণী। এদিন দেবশ্রীদের বিরুদ্ধে তোপ দেগে কৃষ্ণ বলেন, “বিধানসভা ভোটে বিজেপির একটা অংশ আমাকে হারানোর চেষ্টা করেছিল। দেবশ্রী তাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেটা পরে প্রমাণিতও হয়েছে। ওরা ষড়যন্ত্রের রাজনীতি করেছিলেন। তাই উনি এ বার ওখানে ভোটেও দাঁড়াননি।”

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তার কয়েক মাসের মধ্যে তিনি তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে সেই রায়গঞ্জ কেন্দ্র থেকেই প্রার্থী করেছে। আর লোকসভায় প্রার্থী হওয়ার পর বিধায়ক পদ থেকে এদিন ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version