Saturday, August 23, 2025

জাতীয় দলের  কোচ নিয়ে জর্জরিত পাকিস্তান, সচিনের সতীর্থ লুক রঙ্কিকে প্রস্তাব

Date:

জাতীয় দলের  কোচ নিয়ে সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলের জন্য এখনও কোচ ঠিক করতে পারেনি তারা। কোচ নির্বাচন করতে এ বার আইপিএলের দিকে নজর দিয়েছে পাক বোর্ড। মুম্বই ইন্ডিয়ান্সে সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলে যাওয়া ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছে মহসিন নকভির পাক বোর্ড।এরই পাশাপাশি,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার লুক রঙ্কিকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৪২ বছরের রঙ্কি ২০০৮-২০০৯ সালে আইপিএলে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। পরে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বের নামী কোচেরা কেউ পাকিস্তানের কোচ হতে চাইছেন না। কারণ, ইতিমধ্যেই তাঁরা হয় বিভিন্ন দেশ  বা লিগে বিভিন্ন দলের কোচের দায়িত্ব নিয়ে নিয়েছেন। তাই সে রকম নামী না হলেও রঙ্কিকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান।প্রথমে অস্ট্রেলিয়া ও তার পরে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রঙ্কি। ক্রিকেট ছাড়ার পরে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রঙ্কির। সেই কারণে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার রঙ্কি এই প্রস্তাবে রাজি হন কি না।

এর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন এবং প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন সামি পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ হতে রাজি হননি। যে কারণে বড় ধাক্কা খেয়েছে পিসিবি। সামি ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইট-বল টিমের প্রধান কোচ হিসেবে তার বর্তমান চুক্তির কথা উল্লেখ করে পিসিবি-র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

পাকিস্তান সুপার লিগের ম্যাচের সময়ে করাচিতে ওয়াটসনের সঙ্গে পিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা আলোচনা করেছিলেন। তাঁকে প্রধান কোচের পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে ওয়াটসন প্রথমে আগ্রহ দেখালেও, পরে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সূত্রের খবর, ওয়াটসন প্রথমে আগ্রহ দেখিয়েছিলেন এবং এই প্রস্তাবে রাজিও ছিলেন। তবে তিনি কিছু আর্থিক এবং অন্যান্য শর্ত রেখেছিলেন। বোর্ডও কমবেশি ওয়াটসনের আর্থিক দাবি মেনে নিয়েছিল। তবে অজি তারকা বিরক্ত হয়েছিলেন, প্রস্তাবিত প্যাকেজের বিশদ পাকিস্তানের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ায়।

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version