Thursday, August 21, 2025

Sayantika Banerjee : বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্যপ্রার্থী সায়ন্তিকা

Date:

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে দুটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। তবে তৃণমূল-সহ আর কোনও দল আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করে। কিন্তু বরাহনগর কেন্দ্রের জন্য অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বেছে নিয়েছে বলে সূত্রের খবর।

সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় আসনটি ফাঁকা রয়েছে। ইতিমধ্যে এই কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করছে বিজেপি। সূত্রের খবর, এবার সেখানে সায়ন্তিকাকে প্রার্থী করতে চলেছে রাজ্যের শাসকদল। প্রথমে কেন্দ্রের জন্য শোনা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের নাম। তবে শেষ পর্যন্ত সায়ন্তিকার নামেই সিলমোহর পড়েছে বলে খবর। খুব শীঘ্রই তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছিলেন কমিশনার। ফলে লোকসভা ভোটের আবহেই বাংলার ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে। ৭ মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভগবানগোলা আসনে। ১ জুন ভোট হবে বরানগরে।

লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় তাঁকে প্রার্থী না করার জন্য তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল অভিমানের সুর। তবে প্রার্থী হতে না পারলেও তিনি যে তৃণমূলেই আছেন সেই কথাও জানিয়েছিলেন সায়ন্তিকা। এবার বিধানসভার উপনির্বাচনে তাঁকে ফের দেখা যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, তৃণমূলের অন্দরে এমনটাই ইঙ্গিত।

আরও পড়ুন- তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version