টাকার বিছানায় বিজেপির শরিক দলের নেতা! মুহূর্তে ভাইরাল ছবি

দুর্নীতি নিয়ে বিরোধীদের যতই নিশানা করুক কেন্দ্রের মোদি সরকার (Modi Government), বাস্তবে বিজেপিরই শরিক দলের নেতাকর্মীদের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হওয়ার প্রমাণ বারবার মিলেছে। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঘুষ নেওয়ার অপরাধে অভিযুক্ত অসমের বিতর্কিত নেতা বেঞ্জামিন বসুমাতারির (Benjamin Basumatari) টাকার বিছানায় সুখনিদ্রার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

বিজেপির (BJP) শরিক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের নেতা বেঞ্জামিন বসুমাতারির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। অসমের উদালগিরি গ্রামের উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। গ্রামীণ নানা ক্ষেত্রে নিয়োগের মাধ্যমে দরিদ্রদের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর ছবি। দেখা যাচ্ছে, ৫০০ টাকার নোটের উপরে সুখনিদ্রায় বেঞ্জামিন। তাঁর গায়ের উপরেও প্রচুর টাকা ছড়িয়ে রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দল থেকে বেঞ্জামিনকে (Benjamin Basumatari) বহিষ্কার করা হলেও ভোটের আগে এই ছবি অস্বস্তি বাড়িয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল। তাই সাফাই দিয়েছেন দলের প্রধান প্রমোদ বোরো। তার কথায় বহিষ্কৃত নেতার কোনও কার্যকলাপের দায় দল নেবে না। তবে গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে রয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল। বিজেপির শরিক দলের নেতার কাণ্ডে কিছুটা হলেও বিপাকে গেরুয়া শিবির।