বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’!

একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মী ভান্ডারকে কটাক্ষ করতেন বিজেপির নেতানেত্রীরা। কিন্তু দেখা গিয়েছে বাংলার এই প্রকল্প এখন দেশের মডেল। লক্ষ্মী ভান্ডারের অন্যান্য রাজ্যও অনুকরণ করছে। শুধু তাই নয়, বিজেপি কর্মীসমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীদের পরিবার ” এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে সুবিধা নিচ্ছেন। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রও শুরু থেকেই লক্ষ্মী ভান্ডারের সুবিধা নিচ্ছেন।

এবার সরাসরি সেই লক্ষ্মী ভান্ডারকেই ভোট প্রচারে ব্যবহার করছে বিজেপি! বিজেপির সমর্থনে দেওয়াল লিখন। আর তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘লক্ষ্মী ভান্ডারের’ উল্লেখ। শুধু তাই নয় ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হবে। এমনই প্রতিশ্রুতি বিজেপির সমর্থনে দেওয়াল লিখনে।

মালদা বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদা পুর এলাকা জুড়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এমনই দেওয়াল লিখন দেখা গিয়েছে। এই দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করা হচ্ছে বিজেপি-র বিরুদ্ধে।

আরও পড়ুন- নির্বাচনী বিধি ভেঙেছে ৭৯ হাজার, ৯৯ শতাংশ পদক্ষেপ কমিশনের