Friday, August 29, 2025

দিল্লি দখলের লড়াইয়ে (Loksabha Election) জমজমাট প্রচারের ময়দান। চৈত্রের চাঁদিফাটা রোদে কোথাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন প্রার্থীরা, কোথাও আবার বাক্যবাণে বাড়ছে বিতর্ক। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে লক্ষ্য স্থির করে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিধানসভা কেন্দ্র ধরে ধরে দলীয় স্তরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মথুরাপুর লোকসভার (Mathurapur Loksabha) অন্তর্গত কুলপি বিধানসভায় কর্মিসভায় উপস্থিত হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুধুমাত্র নিজের সাংসদ এলাকাই নয়, রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন অভিষেক। মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়া শারীরিক অসুস্থতার কারণে এ বার ভোটে লড়াই করতে পারছেন না। ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বাপি হালদার। তাঁকে জেতাতে দলের কর্মী সমর্থকদের কী টার্গেট বেঁধে দেন অভিষেক সেদিকে আজ লক্ষ্য থাকবে। বৃহস্পতিবার বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল সূত্রে খবর, কীভাবে ভোটের জন্য প্রচার করতে হবে, কোন কোন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কর্মীদের সেই পরামর্শ দিয়েছেন অভিষেক। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রচার কৌশল হিসেবে একাধিক স্লোগান ও ক্যাম্পেইন ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এইসব কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার দিকে লক্ষ্য দেওয়ার কথা বলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ১৬ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত অভিষেকের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করেনি ভারতীয় জনতা পার্টি (BJP)। আজকের সভায় তিনি সেই সংক্রান্ত কোনও বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। সূত্রের খবর প্রথম যখন নির্বাচনের কথা মাথায় রেখে এপ্রিলের ২ তারিখে কোচবিহারে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version