Thursday, August 28, 2025

জয়ের ব্যবধান ৩ লক্ষ! মথুরাপুরের উন্নয়নের দায় কাঁধে নিয়ে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Date:

ডায়মন্ড হারবারের পরে পাশের কেন্দ্র মথুরাপুরেও জয়ের ব্যবধানের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, দলীয় প্রার্থী বাপি হালদারের হয়ে কুলপিতে সভা করেন অভিষেক। তাঁর বার্তা শুনতে জনসভায় ভিড় উপচে পড়ে। সেখানেই জয়ের মার্জিন বাড়ান। এবার ৫০হাজার হলেও বাড়িয়ে ৩লক্ষ কর। মথুরাপুরের সার্বিক উন্নয়নের দায় তিনি কাঁধে নিচ্ছেন বলে প্রতিশ্রুতি দেন অভিষেক। আর তৃণমূল সাংসদ কথা দিলে কথা রাখেন, সেটা এতদিন জেনে গিয়েছে বাংলার মানুষ।

তিনবারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়াকে শারীরিক কারণে আর টিকিট দেয়নি তৃণমূল। এবার তৃণমূলের (TMC) প্রার্থী তরুণ নেতা বাপি হালদার। এদিন, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মতো মথুরাপুরেও (Mahurapur) মার্জিন বাড়ানোর আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, “তৃণমূল তৈরি হওয়ার পর প্রথম বিধানসভা নির্বাচনে ২০০১ সালে জেলার ২৮টির মধ্যে ১৪টি জিতেছিল জোড়াফুল। তার পর ২০০৮ সালের পঞ্চায়েতে জেলা পরিষদ জিতে এই জেলাই পরিবর্তনের সূচনা করেছিল। যত দিন গিয়েছে, তৃণমূল তত এই জেলায় বেশি বেশি করে শক্তিশালী হয়েছে। এ বারেও তার প্রমাণ দিতে হবে। অভিষেক বলেন, “জনতার উদ্দেশে বলেন, ২০১৯ সালে মথুরাপুরে আড়াই লক্ষ ভোটে জিতিয়েছিলেন আপনারা। এবার ৫০ হাজার হলেও আপনারা বাড়ান।“

এদিনের মঞ্চে থেকে ডায়মন্ড হারবারের পাশাপাশি মথুরাপুর (Mahurapur) লোকসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অভিষেক। বলেন, “আমি কথা দিয়ে গেলাম, ডায়মন্ড হারবারের মতো করেই মথুরাপুরেও সার্বিক উন্নয়ন করব। সে দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। আজ থেকে মথুরাপুরের সার্বিক দায় কাঁধে নিয়ে যাচ্ছি। ভালবাসা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব“ জানান, ডায়মন্ড হারবারে চার লাখ মার্জিন হবে। আর মথুরাপুরে ৩ লাখ।





Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version