Wednesday, August 27, 2025

বিনা প্ররোচনায় ভিন রাজ্যে থাকা বাঙালিরা সম্প্রতি বারবার আক্রান্ত হয়েছেন। এবার মেঘালয়ে (Meghalaya) বিনা প্ররোচনায় খুন হতে হল এক বাঙালিকে। এমনকি খুনের দুদিন পরেও পুলিশ এই খুনের তদন্তে কোনও কিনারা করতে পারছে না। ঘটনায় মেঘালয় ভবনের (Meghalaya House) সামনে প্রতিবাদে সামিল বাংলা পক্ষ (Bangla Paksha)। শনিবার তাঁরা কলকাতার মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ দেখান। মেঘালয়ে বাঙালি অধিবাসীদের সুরক্ষার দায়িত্ব নিতে অনুরোধ জানানো হয় মেঘালয় প্রশাসনকে।

গত বুধবার ২৭ মার্চ মেঘালয়ের ইছামতি (Ichamati) এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে একটি সভা হয়। সভার আয়োজন খাসি স্টুডেন্ট্স ইউনিয়নের (KSU) পক্ষ থেকে করা হয়েছে বলে দাবি করা হলেও কেএসইউ (KSU) নেতৃত্ব এরকম কোনও সভার কথা অস্বীকার করেন। সভার পরই ওই এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক ও একটু দূরের এক পাড়ায় এক যুবকের উপর অজানা আততায়ীরা বিনা প্ররোচনায় হামলা চালায়। পাথরে থেঁৎলে খুন করা হয় দুজনকে। মেঘালয়ের বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি এলাকা আদিবাসী ও সাধারণ নাগরিকদের সমস্যায় জেরবার হয়েছে বেশ কয়েকবার। সিএএ আইনে এই এলাকা তালিকাভুক্ত এলাকার বাইরে। তারপরেও কেন এখানে সভার আয়োজন করা হয় তা নিয়েও উঠেছে প্রশ্ন।

শনিবার বাংলাপক্ষের তরফ থেকে দাবি করা হয়, কলকাতা শহরে অন্যান্য রাজ্যের মতো মেঘালয়ের বাসিন্দারাও রয়েছেন। তাঁরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছন্দে জীবন যাপন করেন। তবে কেন মেঘালয়ে গিয়ে বাঙালিরা জাতি বিদ্বেষের শিকার হবেন। মেঘালয়ে বসবাস করা বাঙালিদের নিরাপত্তার দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে অরিন্দম চ্যাটার্জী বলেন, “আমরা মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে দ্রুত ব্যবস্থা নিন। বাঙালি মেঘালয়ের মানুষকে আপন করে নিয়েছে। কখনও সম্পর্ক খারাপ হলে দায় মেঘালয় সরকারের।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version