Monday, November 24, 2025

ভোটের মুখে গেরুয়া শিবিরে ‘অস্বস্তি’, ওয়েনাড়ে বিজেপির ‘হেভিওয়েট’ প্রার্থীর নামে শয়ে শয়ে ফৌজদারি মামলা!

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের (BJP Candidate) নামে মামলার বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড়। কারও নামে রয়েছে শতাধিক ফৌজদারি মামলা, আবার কোনও প্রার্থীর বিরুদ্ধে তা রীতিমতো রেকর্ড ছুঁয়েছে। তবে লোকসভা নির্বাচনের মুখে বিজেপির এমন কয়েকজন প্রার্থীর নাম সামনে এসেছে যা দেখে ইতিমধ্যে কেন্দ্রের মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধীরা। কেরলের (Kerala) ওয়েনাড়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রনের (K Surendran) বিরুদ্ধে ২৪২টি ফৌজদারি মামলা রয়েছে বলে খবর। বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী সম্প্রতি সেই সব মামলার বিশদ বিবরণ দলের মুখপত্রে প্রকাশ করেছেন সুরেন্দ্রন নিজেই। আর তা দেখেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, বিজেপির প্রতিটি প্রার্থীর বিরুদ্ধেই ভুরি ভুরি মামলা রয়েছে। ভালো করে খুঁজলে দেখা যাবে সেই তালিকা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হচ্ছে। কিন্তু কেন্দ্রের মোদি সরকার সেই বিষয়টিকে ‘ধামাচাপা’ দিতেই উঠেপড়ে লেগেছে।

সুরেন্দ্রন বর্তমানে কেরলে বিজেপির রাজ্য সভাপতি। যদিও গেরুয়া শিবিরের দাবি, প্রার্থীদের বেশিরভাগ মামলাই বিচারাধীন। এদিকে বিষয়টি সামনে আসতেই সবকিছু লুকোতে কেরলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জর্জ কুরিয়ান বলেন, সুরেন্দ্রনের বিরুদ্ধে বেশিরভাগ মামলাই ২০১৮ সালের শবরীমালা বিক্ষোভের সময় করা হয়েছিল। এখনও বেশিরভাগ মামলাই আদালতে বিচারাধীন। পাশাপাশি সুরেন্দ্রনের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, যখন দলের নেতারা ধর্মঘট বা বিক্ষোভ প্রদর্শন করেন, তখনও পুলিশ মামলা রুজু করে। কুরিয়ান আরও জানিয়েছেন, সুরেন্দ্রনের বিরুদ্ধে যে ২৪২টি মামলা রয়েছে, তার মধ্যে ২৩৭টি মামলা সবরীমালা বিক্ষোভের সময় করা হয়েছিল। বাকি পাঁচটি বিভিন্ন আন্দোলনের সময় সুরেন্দ্রনের বিরুদ্ধে করা হয়েছিল। তবে শুধুমাত্র সুরেন্দ্রন নন, বিজেপির এর্নাকুলামের প্রার্থী কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধেও প্রায় ২১১টি মামলা রয়েছে।

সম্প্রতি জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কে সুরেন্দ্রন, কে এস রাধাকৃষ্ণন, দলের আলাপ্পুজা আসনের প্রার্থী শোভা সুরেন্দ্রন এবং ভটকারার প্রার্থী প্রফুলকৃষ্ণের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...