Friday, December 19, 2025

আজ মহুয়া মৈত্রর সমর্থনে কৃষ্ণনগরে নির্বাচনী প্রচার মমতার

Date:

Share post:

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ জানিয়ে আজ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর (Mahua Moitra) সমর্থনে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Election Campaign in Krishnanagar)। আজ ধুবুলিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। এদিন থেকেই প্রথম দফার নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো। যেভাবে ষড়যন্ত্র করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া, সম্প্রতি তাঁর বাবার বাড়িতে CBI হানা দিয়েছে, এইসবই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তৃণমূলের (TMC)। তাই নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এইভাবে হেনস্থার বিরুদ্ধে আক্রমণ তীব্র করতেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র (Krishnanagar Constituency) দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা।

লোকসভা নির্বাচনে কোন কোন নেতা ও প্রার্থীরা প্রচার করবেন সেই তালিকা আগেই প্রকাশিত হয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে মাঝে কয়েকটা দিন সেভাবে নির্বাচনের কাজে অংশ নিতে পারেননি মমতা। এবার অসুস্থ শরীরেই ময়দানে জননেত্রী। আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘অন্যায়’ পদক্ষেপকে হাতিয়ার বাংলার মুখ্যমন্ত্রীর। নদিয়া জেলা তৃণমূল নেতৃত্বের একটি সূত্র জানাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী রানাঘাট লোকসভায় প্রার্থী হওয়া মুকুটমণি অধিকারীকেও (Mukutmani Adhikari) এই সভায় উপস্থিত থাকবেন। এরপর আগামী সপ্তাহে একটানা প্রচার চালাবেন উত্তরবঙ্গে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ৩ এপ্রিল মমতা উত্তরবঙ্গ রওনা হবেন। ৪-৮ এপ্রিল সেখানে থেকেই প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন তিনি। ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে। ওই দিনই পশ্চিমবঙ্গের তিন আসন অর্থাৎ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভায় ভোট। পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এই সব লোকসভা আসনে প্রচারসভার পাশাপাশি মিছিল ও জনসংযোগ করবেন নেত্রী।

 

spot_img

Related articles

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...