উত্তরবঙ্গে ঝড়ে বিপর্য.স্তদের পাশে দাঁড়াতে রবি-রাতেই জলপাইগুড়ি রওনা মুখ্যমন্ত্রীর

রবিবারের বিকালে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক জেলা। মৃতের সংখ্যা বাড়ছে। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত মানুষের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরিভাবে আজই রাতেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অন্যদিকে আগামিকাল জলপাইগুড়ি যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব পরিকল্পনা মতো সোমবার বিকেল পাঁচটায় শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হওয়া অফিস। রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি জেলা। এদিন ঘন্টায় অন্তত ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়েই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা অন্তত ২০০। জেলা প্রশাসন সূত্রে খবর, গাছ ভেঙে পড়ে বহু বাড়ি, টোটো ও মোটর সাইকেলের ক্ষতি হয়েছে।

এই ঘটনায় সোশ্যাল মাধ্যমে আগেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার নিজেই জলপাইগুড়ি যাচ্ছেন তিনি। এই মুহূর্তে জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দল বিপর্যয় মোকাবিলায় কাজ করছে। ত্রাণ সরবরাহ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- কেমন আছেন শামি? সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই বড় আপডেট