Tuesday, November 4, 2025

CAA-NRC বিপজ্জক! রবিবার নদিয়ার ধুবুলিয়ার সভা থেকে বোঝালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। “CAA মাথা, আর NRC ল্যাজা। সাবধান, আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন।“ বিজেপিকে ‘জুমলা পার্টি’ বলে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওদের তো অনেকে মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না।”

তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দেন, “সিএএ-তে আবেদন করবেন না। আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন। এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। CAA মাথা, আর NRC ল্যাজা।” বিজেপি কটাক্ষ করে মমতা বলেন, “ওদের তো অনেকে মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না।”

‘মোদির গ্যারান্টি‘র পাল্টা মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ”মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টিতে মানুষই হিরো। আমরা কিছুতেই সিএএ করতে দেব না, এনআরসি করতে দেব না। কাউকে নতুন করে উদ্বাস্তু করবে, আমরা তা মানব না।”

তৃণমূল সুপ্রিমোর জানান, ”বাংলায় বিজেপি গোহারা হারবে, এই কথা লিখে নিন। আমরা ৯ কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিই, ২ কোটি ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিই। কোনওদিন বন্ধ হবে না, যতদিন তৃণমূল থাকবে।”

আরও পড়ুন: রামলীলা ময়দান থেকে মোদির পাল্টা, কেজরির ছয় গ্যারান্টি শোনালেন সুনিতা

বিজেপি প্রার্থীদের বিশেষ করে রেখা পাত্রকে মোদির ফোন নিয়েও তোপ দাগেন মমতা। কারও নাম না করে বলেন, “ওঁরা কাউকে কাউকে ফোন করে বাজারে ছেড়ে দেন। তাহলে সিক্রেট কী রইল। পেগাসাসের দরকার নেই। নিজেই পেগাসাস হয়ে বসে রয়েছেন। তিনি যাঁর সঙ্গে কথা বলছেন, তিনিও এই সরকারের স্বাস্থ্যসাথী পান, লক্ষ্মীর ভাণ্ডার পান।”

একই সঙ্গে এদিন সভা মঞ্চ থেকে সকলকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, “রাম নবমীর মতো এবারে অন্নপূর্ণা পুজোর পরের দিন অশান্তি লাগানোর চেষ্টা করবে। সবাইকে বলব সতর্ক থাকুন। ইট মারলে পাটকেল মারবেন  না। ভোটের বাক্সে দেখিয়ে দিতে হবে বাংলার গর্জন কী জিনিস।” মমতার কথায়, “বিজেপি ভোটের জন্য সব পারে। মতুয়া থেকে মুসলিম, হিন্দু সকলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে সাবধান করলাম।”




Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version