Wednesday, November 5, 2025

বঙ্গে বিজেপির ‘ডেলি প্যাসেঞ্জারি’, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদি

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election Campaign) প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গ দিয়েই এরাজ্যে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে ৪ এপ্রিল কোচবিহারের রাসলীলা ময়দানে প্রথম জনসভা করতে চলেছেন মোদি (Narendra Modi)। বৃহস্পতিবারের পরে রবিবার তিনি জোড়া সভা করবেন। প্রথমে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে, তারপর সেখান জলপাইগুড়িতে ভোটের প্রচার করবেন মোদি। বাংলায় বিজেপির হাল এতটাই খারাপ যে ভোটের মুখে স্বয়ং প্রধানমন্ত্রীকে এসে জায়গায় জায়গায় সভা করে প্রার্থীদের জেতানোর কথা বলতে হচ্ছে, মোদির সূচি ঘোষণা হওয়ার পরই কটাক্ষ করছেন বিরোধীরা।

বাংলায় বিজেপি নেতাদের ‘ডেলি প্যাসেঞ্জারি’ নতুন কিছু নয়। ভোট এলেই বহিরাগত জমিদারদের বাংলায় যাতায়াত বেড়ে যায়। ২০২১ সালের বিধানসভার পর ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক দল মনে করছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পে তৃণমূল সরকারের সঙ্গে আছে বাংলার মানুষ, তাতে বেশ কিছুটা ব্যাকফুটে পদ্ম শিবির। তাই কখনও প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলার প্রার্থীদের ফোন করানো আবার কখনও স্বয়ং মোদির প্রচার সভার মাধ্যমে হালে পানি পেতে চাইছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লিবাড়ির লড়াইয়ে কোচবিহারকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিজেপি শিবির। রাজবংশী ভোট যে অনেক বড় ফ্যাক্টর সেটা জানেন মোদি – শাহ । কিন্তু ভোটের আগে বেসুরো অনন্ত মহারাজ (Ananata Maharaj)। বিজেপির রাজ্যসভা সাংসদ হলেও দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ অনন্ত। কয়েক মাস আগেই রাজবংশী অধ্যুষিত ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জেতা আসন খোয়াতে হয়েছে বিজেপিকে। তাই রাজবংশী ভোট নিশ্চিত করতেই কোচবিহার দিয়ে বাংলায় প্রচার সভা শুরু করছেন মোদি।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version