Sunday, November 2, 2025

ব্রিটিশের সঙ্গী ছিল রাজবাড়ি! ইতিহাস স্মরণ করিয়ে বিজেপিকে তোপ মমতার

Date:

“এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। … মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।“- রবিবার, ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) প্রচারসভা থেকে বিজেপি প্রার্থীকে নিয়ে তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের ‘সম্পর্ক’ নিয়ে নরেন্দ্র মোদিকে প্রবল আক্রমণ করেন মমতা।

বাংলায় প্রার্থী দিতে পাচ্ছে না বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী না পেয়ে অমৃতা রায়কে প্রার্থী করে বিজেপি। আর তাঁকে রাজমাতা বলে প্রচার চালায়। এনিয়ে এদিন গেরুয়া শিবিরকে ধুয়ে দেন তৃণমূল সুপ্রিমো। অমৃতাকে প্রার্থী করায় বিজেপির দৈন্য প্রকাশ পেয়েছে। একই সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের সখ্যতার ইতিহাস তুলে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। এদিন ধুবুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মীরজাফরকে করে না। সিরাজউদ্দৌলা ভালো না খারাপ তা নিয়ে আমি আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে-মোদিবাবু আপনি কি ইতিহাস ভুল গেলেন?“

এর পর মমতা তীব্র কটাক্ষ করে বলেন, “এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। যাঁরা যাঁরা রাজা আছেন, তাঁরা গিয়ে রাজপ্রাসাদে থাকুন। সেখানে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।“



Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version