চেতলায় পুরনো বাড়ির কার্নিশ ভেঙে বিপত্তি!

দক্ষিণ কলকাতার চেতলা (Chetla, South Kolkata) এলাকায় পুরনো বাড়ির কার্নিশ ভেঙে দুর্ঘটনা। হতাহতের কোনও খবর না থাকলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিন ভোর পাঁচটা নাগাদ মেয়রের পাড়ার কাছেই কার্নিশ ভাঙ্গার তীব্র শব্দে এলাকাবাসী বেরিয়ে আসেন। জানা যায় ওই বাড়িটির নিচে একটি গাড়ি দাঁড় করানো ছিল। পুরনো বাড়ির ভেঙে যাওয়া অংশ ওই চার চাকার উপরেই পড়েছে।

শনিবার রাতে বিরাটিতে দুর্ঘটনার পর আজ সকালে চেতলার ৮২ নম্বর ওয়ার্ডের পরমহংসদেব রোডের বাড়ির কার্নিশ ভেঙে পড়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন দীর্ঘ দিন ধরে ওই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আজ দুপুরে কলকাতা পুরসভার একটি দল ঘটনাস্থলে যেতে পারেন বলে সূত্রের খবর।