Wednesday, November 5, 2025

জিতলেই মিষ্টি খাইয়ে যাবো, ধুবুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী

Date:

কৃষ্ণনগরের লোকসভা আসনে জিতলেই এখানকার মানুষদের এসে মিষ্টি খাওয়াব। রবিবার নদীয়ার ধুবুলিয়ার সভা থেকে এমন আন্তরিকতার সুরই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মহুয়াকে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। কৃষ্ণনগর লোকসভা আসনটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত ভাবে জিততে চান। একইসঙ্গে ভালো রেজাল্ট হলে ভালোবেসে মিষ্টি খাইয়ে যাওয়ার কথাও বললেন।

ইতিমধ্যে সিএএ নিয়ে তৎপর হয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট করে বলেছেন মতুয়া ভোট ভাগ করা বিজেপির কাজ। জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রটি মতুয়া অধ্যুষিত। এই কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ মতুয়া রয়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট ও নাকাশীপাড়া সহ বেশ কিছু এলাকায় মতুয়া রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগণার বনগাঁ লোকসভা কেন্দ্রের নদীয়ায় থাকা বিধানসভা কেন্দ্রেও প্রচুর মতুয়া রয়েছে। লোকসভায় ভালো ফলাফলের জন্য এই মতুয়া বা উদ্বাস্তু মানুষের ভোট খুব গুরুত্বপূর্ণ। এবারে লোকসভায় কোন ভাবেই যেন ভোট দিতে ভুল না হয় তার জন্য জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদার আগের ভোটটা দেননি। এবার দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, এনআরসি-সিএএ করতে দেব না। মোদির গ্যারান্টি জিরো। আমাদের গ্যারান্টিতে মানুষই হিরো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমি কৃষ্ণনগরের মাটিতে মিটিং শুরু করলাম। মানুষের পদধূলি শুভকামনা নিয়ে। আমি আশা করি ভালো রেজাল্টের।আমরা যদি ভালো রেজাল্ট করি এই ধুবুলিয়ার মাটিতে এসে আমি আপনাদের মিষ্টি খাইয়ে যাব। থ্যাংকস দিয়ে যাব।

আরও পড়ুন- ফের গু.ণ্ডামি নিশিথের! হা.মলা মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে, প্র.তিবাদে অবস্থান বি.ক্ষোভ তৃণমূলের

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version