Sunday, November 9, 2025

বিকেল ৪ টের মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ! শাহজাহানকে হেফাজতে পেতে ‘মরিয়া’ ইডি

Date:

শাহজাহান শেখকে (Sahjahan Seikh) নিজেদের হেফাজতে নিতে মরিয়া ইডি (Enforcement Directorate)। সোমবার সেকারণেই কলকাতার বিশেষ ইডি আদালতের দ্বারস্থও হয়েছেন তদন্তকারীরা। আদালত সূত্রের খবর, সোমবার বিকেল ৪টের মধ্যে শাহজাহানকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানিয়ে করতে হবে এবং জেল কর্তৃপক্ষ যাতে শাহজাহানকে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে হাজির করাতে পারে সেদিকে নজর রাখতে হবে ইডিকেই।

ইতিমধ্যেই সিবিআই মামলায় বসিরহাট সংশোধনাগারে থাকা শাহজাহানকে গ্রেফতার দেখিয়েছে ইডি। সোমবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কিছু নথি দেখিয়ে জেরা করার সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শাহজাহান। একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এ ছাড়াও তদন্তে বেশ কয়েকটি নতুন নাম উঠে এসেছে। এই পরিস্থিতিতে শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন । আর তা না হলে মামলায় যাঁদের নাম উঠে এসেছে, তাঁরা পালিয়ে যেতে পারেন বলেও এদিন আদলতে আশঙ্কা প্রকাশ করেছে ইডি।

শাহজাহানের বিরুদ্ধে মূলত ইডির তরফে দু’টি মামলার তদন্ত করছে। একটি রেশন বণ্টন এবং আর একটি বেআইনি ভাবে জমি দখল ও মাছ চাষ। এমনকি মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের মামলাও রয়েছে। গত শুক্রবার সিবিআইয়ের হেফাজত থেকে শাহজাহানকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। এরপরই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন ইডির তদন্তকারীরা।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version