Monday, November 10, 2025

রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করল রাজ্য সরকার

Date:

একশ দিনের কাজে কেন্দ্রীয় মজুরি থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ওই প্রকল্পের জবকার্ডধারীদের ৫০ দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে। এবার তা বাড়িয়ে ৬০ দিন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রী নিজেই একথা ঘোষণা করেছেন। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় দলীয় জনসভা থেকে তিনি বলেন, আমরা ৫০ দিন কাজ দেব। জবকার্ড হোল্ডাররা যে টাকা পেতেন, সেটাই পাবেন। দরকার হলে ৫০ দিনের জায়গায় ৬০ দিন কাজ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্য়মন্ত্রীর ঘোষণা করার আগেই এই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। সব ঠিক থাকলে চলতি আর্থিক বছর থেকেই বাড়তি ১০ দিনের কাজ পাবেন একশ দিনের জবকার্ড হোল্ডাররা।
একশ দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি। এই অবস্থায় ১০০ দিনের কর্মীদের বকেয়া পরিশোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করে রাজ্য সরকার। এখনও পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন জবকার্ড হোল্ডার। ২৭ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার ৯০১টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে।






Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version