লোকসভা ভোটের মুখে কিছুটা স্বস্তি আপের, জামিন পেলেন সাংসদ সঞ্জয় সিং

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে আপাতত তিহার জেলেদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। একই মামলায় আগে থেকেই জেলে রয়েছেন আপ নেতা মণীশ সিশোদিয়া ও সত্যেন্দ্র জৈন। কিন্তু তার মাঝে কিছুটা স্বস্তির খবর। আজ, মঙ্গলবার আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি।

এদিন সঞ্জয় সিংয়ের জামিনের মামলা শীর্ষ আদালতে উঠলে বিরোধিতা করল না ইডি। সঞ্জয় সিং রাজ্যসভার সাংসদ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জামিনের শর্ত ঠিক করবে নিম্ন আদালত। ফলে কেজরিওয়ালের জেল যাত্রার আবহে কিছুটা হলেও স্বস্তি পেল আপ। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন সঞ্জয় সিং।

Previous articleপ্রচারে বেরিয়ে ‘আক্রান্ত’র নাটক সৌমিত্রর, ‘সেটিং’ কটাক্ষ সুজাতার
Next articleআইপিএল-এর দুটি ম্যাচে পরিবর্তন, বদলে গেল কেকেআর-রাজস্থান ম্যাচের সময়, কবে হবে সেই ম্যাচ?