Saturday, August 23, 2025

অসহায় বিদেশী দম্পতির পাশে বন্ধু হয়ে দাঁড়ালেন বেলেঘাটা থানার অ্যাডিশনাল ওসি

Date:

Share post:

শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, অসহায় বিদেশী দম্পতির পাশে বন্ধু হয়ে দাঁড়াল কলকাতা পুলিশ (Police)। চিকিৎসা করাতে এসে কেনিয়ার এক দম্পতির দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাঁদের সমস্যার সমাধান করলেন বেলেঘাটা থানার প্রাক্তন সাব-ইন্সপেক্টর ও বর্তমান অ্যাডিশনাল ওসি অমিতাভ চক্রবর্তী (Amitabha Chakraborty)।

আফ্রিকা থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে বোন ম্যারো ক্যানসারের চিকিৎসার জন্য আসেন কেনিয়ার (Kenya) এক দম্পতি। চিকিৎসার জন্য গত দু মাস ধরে বেলেঘাটার একটি গেস্ট হাউজে থাকছিলেন এডওয়ার্ড ওনান্টওয়া ওয়েন্দো ও ভেন কোয়াম্বকা ওন্দারা। তবে, সময়ের সঙ্গে সঙ্গে অসুস্থতার কারণে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের খরচ ও সময় দুটোই তাদের হাতের বাইরে চলে যায়। এরপর সকলের কাছে সাহায্য চাইতে বাধ্য হন তাঁরা। দিনে দিনে তাদের এতটাই অবস্থা খারাপ হতে থাকে যে চিকিৎসা তো দূরের কথা দৈনন্দিন খরচই সামাল দিতে হিমসিম খেতে থাকেন তাঁরা। এইসময় আরও বিপদ বাড়িয়ে শেষ হয়ে যায় তাঁদের ভিসার মেয়াদও। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েন কেনিয়ার ওই দম্পতি।

এই কথা কানে যায় বেলেঘাটা থানার প্রাক্তন সাব-ইন্সপেক্টর ও বর্তমান অ্যাডিশনাল ওসি অমিতাভ চক্রবর্তীর (Amitabha Chakraborty)। তাঁদের সাহায্যের জন্য প্রথমেই এডওয়ার্ডের স্ত্রী ভেন যেখানে কাজ করেন সেই কেনিয়ান ডাক বিভাগের সঙ্গে যোগাযোগ করেন অমিতাভ। এর ফলে যোগাড় হয় এডওয়ার্ডের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রয়োজনীয় অর্থ।

শুধু চিকিৎসার ব্যবস্থাই নয়, ওই দম্পতির থাকা খাওয়ারও ব্যবস্থা করে দেন তিনি। একইসঙ্গে, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সঙ্গেও যোগাযোগ করে এডওয়ার্ড ও তাঁর স্ত্রী ভেনের ভিসার মেয়াদ বাড়াতেও সাহায্য করেন অ্যাডিশনাল ওসি।

খুশির খবর হল, অমিতাভ চক্রবর্তীর সাহায্যের পর ইতিমধ্যেই ফের চালু হয়েছে এডওয়ার্ডের চিকিৎসা। তাঁর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের বিষয় যথেষ্ট আশাবাদী চিকিৎসকেরা। সমস্যার সময় আফ্রিকার ওই নিঃসহায় দম্পতির পাশে থাকতে পেরে খুবই খুশি বেলেঘাটা থানার অ্যাডিশনাল ওসি অমিতাভ চক্রবর্তী। আর একেবারে অপরিচিত মহানগরে পুলিশের এই সাহায্যে আপ্লুত এডওয়ার্ড ও তাঁর স্ত্রী।



spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...