Sunday, November 16, 2025

১) ১৭ এপ্রিল ইডেনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসে ম্যাচ। আর সূত্রের খবর বদলে যেতে পারে ওই ম্যাচের দিনক্ষন বা সরানো হতে পারে এই ম্যাচ। কারণ ওই দিন রয়েছে রামনবমী। নিরাপত্তার নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সুত্রের খবর, দুই ফ্র্যাঞ্চাইজি, রাজ্য সংস্থা এবং সম্প্রচারকারী সংস্থাকেও এ কথা জানানো হয়েছে।

২) চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ব্যাত হাতে দুরন্ত ইনিংস খেলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ৫১ রান করেন তিনি। ইনিংস সাজান ৪ চার এবং ৩ ছয় দিয়ে। দীর্ঘ বিরতির পর আবার অর্ধশতরান। পাশাপাশি এক হাতে ছক্কাও মেরেছেন তিনি। চলতি আইপিএল-এ প্রথম জয় পাশাপাশি নিজের অর্ধশতরান। তাই ম্যাচ শেষে আবেগে ভাসলেন দিল্লির অধিনায়ক। বললেন, দেড় বছর আমি অপেক্ষা করেছি।

৩) চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএল-এর মরশুমে প্রথম জয় পায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অর্ধশতরানও করেন দিল্লির অধিনায়ক ঋশভ পন্থ। কামব্যাকের পর এটাই প্রথম অর্ধশতরান পন্থের। তবে এরই মধ্যে বিপত্তি। ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লি অধিনায়ক। জরিমানা করা হয়েছে পন্থকে।

৪) চেন্নাইয়ান এফসি কাছে ৩-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই হারের ফলে লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে গেল সবুজ-মেরুনের কাছে তা মেনে নিলেন দলের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। হাতে এখন আর মাত্র তিনটি ম্যাচ। আর লিগশিল্ড জয় করতে যে এই তিনটি ম্যাচ জিততে হবে তা মেনে নিলেন পেরেজ।

৫) চলছে আইপিএল । আর তারই মাঝে আইপিএল-এর দশ দলের মালিকদের ডেকে পাঠালো ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর , আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে হবে একটি বৈঠক। সেদিন ওখানে রয়েছে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা। মালিকদের পাশাপাশি সিইও এবং শীর্ষস্থানীয় কর্তারা থাকবেন। তবে কি নিয়ে এই বৈঠক তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- বদল হতে পারে ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের দিনক্ষণ : সূত্র

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version