কয়লা বোঝাই ট্রাক উল্টে মৃত ২, পথ অবরোধ স্থানীয়দের

বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। জাতীয় সড়কের ধার ধরে সাইকেল ও হেঁটে যাওয়া পথচারীরা তার নিচে চাপা পড়ে যান

জাতীয় সড়কের উপর কয়লা বোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক মৃত্যু ২ পথচারীর। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন আরও দুজন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা দাবি করে পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

একটি কয়লার গুঁড়ো বোঝাই বড় ট্রাক বিরুডিহা ওভারব্রিজ থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়দের দাবি ট্রাকটি ওভার লোড ছিল। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। জাতীয় সড়কের ধার ধরে সাইকেল ও হেঁটে যাওয়া পথচারীরা তার নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম দাস (৪৮) নামে একজন সাইকেল আরোহীর। তিনজনকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা বেপরোয়া যান নিরন্ত্রণের দাবিতে এলাকায় অবরোধ শুরু করে। জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কাঁকসা ডিভিশনের পুলিশকে।

Previous articleরেকর্ড সংখ্যায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের হ্যাটট্রিক করল রাজ্য
Next articleবাংলায় নজরদারির ‘বাড়াবাড়ি’! সব বুথে ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের