বাংলা সহ ৬ রাজ্যে ‘স্পেশাল অবজার্ভার’ নিয়োগ জাতীয় নির্বাচন কমিশনের!

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রাক্কালে এবার স্পেশাল অবজার্ভার (Special Observer) নিয়োগ করল কমিশন (EC)। নিরাপত্তা বাহিনীর উপর নজর রাখা, আধিকারিকদের বদলি, ভোটিং মেশিন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব থাকবে এই আধিকারিকদের উপরে। বাংলায় জেনারেল স্পেশাল অবজার্ভার হিসাবে নিযুক্ত করা হলো উত্তর প্রদেশের ১৯৮৬ ব্যাচের রিটায়ার্ড আইএএস অফিসার অলোক সিনহাকে (Alok Sinha)। পশ্চিমবঙ্গে স্পেশাল পুলিশ অবজার্ভার হিসাবে নিযুক্ত হচ্ছেন আইপিএস অনিলকুমার শর্মা (IPS Anil Kumar Sharma)।

জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর দেশের যে ৬ রাজ্যে এই অবজার্ভারদের নিযুক্ত করা হলো সেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও ছাড়া আছে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ। ডিইও, এসপি, কেন্দ্রীয় বাহিনী (CRPF ) এবং রাজ্য পুলিশের সঙ্গে কমিশন বা জোনাল ডেপুটি ইলেকশন কমিশনারের বৈঠকে উপস্থিত থাকবেন এই স্পেশাল অবজার্ভাররা।

কোন কোন দায়িত্ব পালন করবেন বিশেষ অবজার্ভাররা?

  • সীমান্তবর্তী এলাকার ওপর বিশেষ নজরদারি চালাবেন
  • প্রতিটি লোকসভা কেন্দ্র বা জেলায় নিযুক্ত অবজারভারদের থেকে যেকোনও সময় যেকোনও ঘটনায় রিপোর্ট তলব করতে পারবেন
  • নির্বাচনে মনিটরিংয়ের কাজে যুক্ত যেকোনও এজেন্সি বা রিজিওনাল নির্বাচন কমিশনের কাছে তথ্য তলব করতে পারবেন
  • প্রয়োজনে যেকোনও সংবেদনশীল জায়গায় পৌঁছে গিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন