আল শিফা হাসপাতাল পুরোপুরি ধ্বংস করল ইজরায়েলি ফৌজ!

ইজরায়েল বারবার দাবি করেছিল যে আল শিফা হাসপাতালকে ঘাঁটি করে আক্রমণ চালিয়ে যাচ্ছে হামাস জঙ্গিরা।

দু সপ্তাহ ধরে হাসপাতালে হামাস (Hamas) বিরোধী অভিযান চালাচ্ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এবার গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল (Al Shifa Hospital) পুরোপুরি ধ্বংস করে ক্ষান্ত হল তারা? গাজার (Gaza ) স্বাস্থ্য মন্ত্রকের দাবি, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে হাসপাতাল, ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিষেবা। অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ এবং চিকিৎসক। মৃতদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা (Israel Army), এমন অভিযোগও উঠেছে।

ইজরায়েল বারবার দাবি করেছিল যে আল শিফা হাসপাতালকে ঘাঁটি করে আক্রমণ চালিয়ে যাচ্ছে হামাস জঙ্গিরা। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি। স্বাস্থ্যকেন্দ্রের অন্দরে অন্তত ২০০ জন জঙ্গি লুকিয়ে ছিলেন যাঁদের খতম করা গেছে। যদিও চিকিৎসক বা সাধারণ মানুষকে মারা হয়নি বলেই দাবি ইজরায়েলি সেনার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে থাকতে পারেন। এখনও পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ না হওয়ায় মৃতের সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান মেলেনি।