Sunday, November 9, 2025

কেরালায় কুস্তি বাম-কংগ্রেসের! রাহুলকে ধুয়ে দিলেন বিজয়ন

Date:

Share post:

ফের বাম-কংগ্রেসের বাংলায় দোস্তি আর কেরালায় কুস্তির ছবি প্রকাশ্যে। আগেই দেখা গিয়েছিল কেরালায় কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। অথচ বাংলায় অধীর চৌধুরী আর মহম্মদ সেলিমের গলাগলি। বন্ধুত্বের প্রয়াসের আড়ালে কংগ্রেস-সিপিএমের মধ্যে আসল সম্পর্কটা যে কতটা দ্বিচারিতায় ভরা, তা বেআব্রু হয়ে গেল আরও একবার। বাংলায় যখন কংগ্রেসের একটু সঙ্গলাভের বাসনায় চাতকপাখির মতো চেয়ে আছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, ঠিক তখনই কেরালায় রাহুল গান্ধীকে তুলোধনা করছেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাহুল গান্ধীর দিকে অভিযোগের আঙুল তুলে তাঁকে সরাসরি ‘ডবল স্ট্যান্ডার্ড’ বলে অভিহিত করেছেন প্রবীণ সিপিএম নেতা। বোঝাতে চেয়েছেন, দুরকম নীতি নিয়ে চলছেন রাহুল। প্রশ্ন তুলেছেন, রাহুল কি আদৌ বিজেপিকে হারাতে চান?

এখানেই শেষ নয়, আরও কয়েক কদম এগিয়ে বিজয়ন মন্তব্য করে বসেছেন, ওয়াইনাড়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ অনুপযুক্ত রাহুল। বাংলায় এবং কেরালা সিপিএমের এই অদ্ভুত দ্বিচারিতায় স্তম্ভিত রাজনৈতিক মহল। বাম শরিকদের তীব্র বিরক্তি সত্ত্বেও বাংলায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরার জন্য উদগ্রীব হয়ে আছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এব্যাপারে নীতিনৈতিকতার ধারও ধারছে না আলিমুদ্দিন। আর লজ্জাঘেন্নার মাথা খেয়ে কংগ্রেসেও বসে আছে তাদের পথ চেয়ে। অথচ ঠিক উলটো ছবি কেরালায়।

কংগ্রেসের শীর্ষনেতা রাহুলের বিরুদ্ধে সিপিএমের মুখ্যমন্ত্রীর এমন বিষোদ্গারের কারণটা কী?
আসলে ওয়াইনাড় লোকসভা কেন্দ্রে রাহুল কংগ্রেস প্রার্থী হওয়াতেই গোঁসা হয়েছে বিজয়নের। কারণ, সব আশায় জল ঢেলে দিয়ে বামেদের বেশ ফ্যাসাদে ফেলে দিয়েছে কংগ্রেস। এখানে সিপিআই প্রার্থী করেছে অ্যানি রাজাকে। স্বাভাবিকভাবেই তাঁকে হারাতে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস। আর এই রাগেই রাহুলের বিরুদ্ধে খোলাখুলি তোপ দেগেছেন বিজয়ন। রাহুল প্রতিদ্বন্দ্বিতার অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, রাহুল কি বলতে পারবেন, তিনি এনডিএ-র বিরুদ্ধে লড়াই করতে এসেছেন এখানে? আসলে তিনি এসেছেন এলডিএফের বিরুদ্ধে লড়াই করতে। বিজয়নের মন্তব্য এবং রাহুলের জেদ থেকে একটা বিষয় স্পষ্ট, চটকে যেতে বসেছে কংগ্রেস-সিপিএম সম্পর্ক।

আরও পড়ুন- মহুয়ার বিরুদ্ধে ফের সক্রিয় ইডি, দায়ের আরেক মামলা

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...