সড়কপথে কলকাতা থেকে পুরী যেতে গিয়ে দুর্ঘটনা, মৃত ২

পুরীর জগন্নাথ মন্দির দর্শনে আজ সকালে বেলগাছিয়া থেকে সড়ক পথে যাত্রা শুরু করেছিল কলকাতার এক পরিবার। চারচাকাতে ছিলেন ৬ জন। ভদ্রকের কাছে পৌঁছতেই আচমকা ঘটে দুর্ঘটনা (Road Accident in Bhadrak)। পাথর বোঝাই একটি লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন লরিটি পানাগর থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। ভদ্রকের কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই চারচাকাকে ধাক্কা মারলে গাড়িটি উল্টে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতরা কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা।