Sunday, August 24, 2025

একদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। আর সেই আঁচ আরও বেড়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর ভোট প্রচারকে কেন্দ্র করে। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডলের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বাঁকুড়া। বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ঘিরে্  কনভয়ে হামলার অভিযোগ।একইসঙ্গে, বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ করা হয়েছে।

সোমবার রাতে ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার বেলুট গ্রামে। সেখানে বিজেপির ভোট প্রচার ও দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বেলুট গ্রামে ঢোকার পর হঠাৎই সৌমিত্র খাঁয়ের গাড়ি, কনভয়ে হামলা চালান বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি সহ একদল দুষ্কৃতী। এই ঘটনায় দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।গেরুয়া শিবিরের দাবি, ঘটনায় আহত হন সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র-সহ বেশ কয়েকজন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, হাসপাতাল থেকে থানায় পৌঁছে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে।তিনি শাসকদলের দিকে আঙুল তুলেছেন।যদিও সেই অভিযোগ উড়িয়ে সেটিং তত্ত্ব সামনে আনেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর দাবি, এটা একটা সেটিং গল্প। প্রচার পাওয়ার জন্য নিজেরাই লোক ঠিক করে মারধরের নাটক করছে। “সৌমিত্র ভালো অভিনেতা” বলে প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী।

বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সুজাতা বলেন, যারা সৌমিত্রর সঙ্গে ঘুরছেন তারা সাবধান হন। না হলে ভোটের প্রচার ও সেন্টিমেন্টের জন্য সৌমিত্র নিজেই কখন কোথায় দুষ্কৃতী ফিট করে রাখবে আপনারা বুঝতেও পারবেন না।এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়ার বেলুট গ্রাম। তৃণমূল ও বিজেপি দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version