Sunday, November 16, 2025

বাংলাকে আবাস-MGNREGA-য় কত টাকা? শ্বেতপত্র হাতে প্রচারে আসুন! মোদির কাছে মোক্ষম দাবি অভিষেকের

Date:

তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা নির্বাচনে প্রচারের পারদ। বৃহস্পতিবার, ভোট প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, যে কেউ প্রচারে আসতে পারেন। তবে, মোদি যেন হাতে শ্বেতপত্র নিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর প্রচারে আসার বিষয় নিয়ে ফের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক (Abhishek Bandyopadhyay)। বলেন, একহাতে শ্বেতপত্র ও অন্য হাতে মাইক্রোফোন নিয়ে বলুন বাংলাকে ২০২১-এর পর থেকে আবাস ও ১০০দিনের প্রকল্পে কত টাকা দিয়েছেন! অভিষেকের কথায়, “আমি আশা করব যে তিনি আসবেন এবং শ্বেতপত্র দেবেন। এখানে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস ও MGNREGA-এর অধীনে বাংলাকে দেওয়া শ্বেতপত্র দেখাবেন।“

এদিন ফের অভিষেক জানান, মানুষ যদি পাকা বাড়িতে বাস করত, তাহলে জলপাইগুড়িতে প্রবল বিপর্যয়ের সম্মুখীন হতে হত না। কিন্তু, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় এই ক্ষতি হয়েছে। ময়নাগুড়িতে একটি দুই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হত না, যদি কেন্দ্র বাংলার প্রাপ্য দিত। দায় সম্পূর্ণ বিজেপির!

এর আগেও বারবার বিজেপির কাছে ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্প নিয়ে বাংলায় ২০২১-র পর থেকে কত টাকা কেন্দ্র দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যদি বিজেপি দেখাতে পারে বাংলায় বিধাসভা ভোটে গোহারা হারার পরে রাজ্যেকে আবাস প্লাস বা ১০০দিনের কাজে ১ পয়সাও দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব। এই বিষয় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। কিন্তু সেই চ্যালেঞ্জের প্রায় ৪০০ ঘণ্টার বেশি অতিক্রান্ত। এখনও বিজেপির তরফে চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখানো হয়নি। এই পরিস্থিতিতে এদিন মোদিকে প্রবল চাপে ফেললেন অভিষেক।




Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version