কেজরির জামিনের আবেদনে রায়দান স্থগিত দিল্লি আদালতের

১ এপ্রিল বিচার বিভাগীয় হেফাজতে যান কেজরিওয়াল। তারপরই বুধবার জামিনের আবেদন করা হয়

ইডির গ্রেফতারির বিরোধিতায় কেজরিওয়ালের করা জামিন মামলায় বুধবার রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি স্বরণ কান্ত শর্মা এই মামলার রায়দান স্থগিত রাখেন। এর আগেও এই বিচারপতির অধীনেই খারিজ হয়ে গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন।

বুধবার কেজরিওয়ালের পক্ষে যথারীতি সওয়াল করেন কংগ্রেস নেতা আইনজীবী অভিষেক মনু সাংভি। বর্তমানে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে কেজরিওয়াল। বিচার বিভাগীয় হেফাজতে যাওয়ার সময় কেজরির আইনজীবীরা দাবি করেছিলেন এবার তাঁদের পক্ষে জামিনের আবেদন করা সহজ হবে। ১ এপ্রিল বিচার বিভাগীয় হেফাজতে যান কেজরিওয়াল। তারপরই বুধবার জামিনের আবেদন করা হয়। তবে ইডি ও কেজরির পক্ষের আইনজীবীদের সওয়াল শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

Previous articleশেষ হল পথ চলা, প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বরা রাও!
Next articleবাংলাকে আবাস-MGNREGA-য় কত টাকা? শ্বেতপত্র হাতে প্রচারে আসুন! মোদির কাছে মোক্ষম দাবি অভিষেকের