Thursday, August 21, 2025

দাড়িভিটকাণ্ডে সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে! NIA-র হাতে নথি জমার নির্দেশ হাই কোর্টের

Date:

দাড়িভিট কাণ্ডে (Dwarivit case) বহাল রইল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের (Single Bench) নির্দেশ। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High court) ডিভিশন বেঞ্চের (Division Bench) নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যকে সাফ জানায়, এনআইএ-কে (NIA) তদন্তের সব নথি তুলে দিতে হবে। একইসঙ্গে বুধবার আহতদের ক্ষতিপূরণের টাকা এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের রায়ের উপর কোনও হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার সিঙ্গল বেঞ্চেই এই মামলার শুনানি হবে।

উত্তর দিনাজপুরের দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে তদন্ত সংক্রান্ত নথি দেওয়ার জন্য রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয়।

গত বছর মে মাসে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বুধবার সংশ্লিষ্ট মামলাটিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকবে। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনায় প্রথমে সিবিআই তদন্তের দাবি উঠেছিল। তবে হাইকোর্ট শেষমেশ এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version