ভিড়ে এক মহিলার উপর চোখ পড়তেই মঞ্চে ডেকে নিলেন সায়নী! তাঁর পরিচয় জানুন

জনসভার ভিড়ের মধ্যেও তাঁর চোখ এড়িয়ে যাননি। খুঁজে পেলেন এক পূর্ব পরিচিতকে। ভোটের প্রচার ও রাজনৈতিক সভার মাঝেই দেখতে পেলেন ছোটবেলার স্কুল শিক্ষিকাকে। দেরি করেননি, হাত ধরে মঞ্চে তুলে গুরুদক্ষিণাও দিলেন যাদবপুরের (Jadavpur) তৃণমূল প্রার্থী (TMC) সায়নী ঘোষ (Sayani Ghosh)।

রাজপুর-সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে তখন চলছিল নির্বাচনী জনসভা। সেই সময় সময় ভিড়ের মধ্যেও সায়নী দেখতে পেলেন নিজের ছোটবেলার স্কুল শিক্ষিকা মৌসুমী চক্রবর্তীকে। তাঁকে হাত ধরে স্টেজ-এ তুলে সম্বর্ধনা প্রদানের মাধ্যমে দিলেন গুরুদক্ষিণা। মঞ্চে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়িক লাভলি মৈত্র এবং পৌরপ্রতিনিধিরা।

সায়নীর এমন ভূমিকার সকলেই প্রশংসা করছেন। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এলেও মাটিতে পা রেখে চলেন সায়নী। তাই ২০২১ সালে বিধানসভা ভোটের পরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের যুব সভানেত্রী করেন। এরপর তিন বছর যুব সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছেন সায়নী। এবার যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী। নাম ঘোষণার পর থেকেই গোটা লোকসভা এলাকা চষে ফেলছেন, প্রচারে ঝড় তুলছেন।

Previous articleনিখোঁজ গৃহ শিক্ষকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহরে
Next articleতারাপীঠে সাংগঠনিক বৈঠক অভিষেকের, পুজো দেবেন মন্দিরে