নিয়োগ মামলার তদন্তে শান্তিপ্রসাদ সিনহার ইডি হেফাজত

এদিন আদালতে ইডি জানায়, নিয়োগ দুর্নীতির অন্যতম ষড়যন্ত্রী এই এসপি সিনহা

নিয়োগ মামলার তদন্তে গত সপ্তাহে শান্তিপ্রসাদ সিনহাকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা। এর পর তাঁকে খাতায় কলমে গ্রেফতার করেন তাঁরা। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করার অনুমতি চায় ইডি। বিচারক সেই আবেদন মঞ্জুর করলে বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়।সিবিআইয়ের হাতে ২ বছর আগে গ্রেফতার হয়েছিলেন। এবারএসপি সিনহাকে হেফাজতে নিল ইডি। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PLMA আদালত তাঁকে সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিন আদালতে ইডি জানায়, নিয়োগ দুর্নীতির অন্যতম ষড়যন্ত্রী এই এসপি সিনহা। এসএসসির চেয়ারম্যান ছিলেন এসপি সিনহা। পরে এসএসসির পরামর্শদাতা কমিটির প্রধান ছিলেন তিনি। ইডির অভিযোগ, বেআইনি নিয়োগ কী ভাবে দিতে হবে তার রূপরেখা দিতেন তিনিই। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট পেশ করেছে সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলার তদন্তে ২০২২ সালের ১০ অগাস্ট শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তার পর থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন তিনি। এর পরও একাধিক দুর্নীতিতে উঠে আসে তাঁর নাম। এমনকী শান্তিপ্রসাদের বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ারও অভিযোগ রয়েছে। এবার ইডি হেফাজতে ঠাঁই হল একদা পদার্থবিদ্যার এই অধ্যাপকের।

A0007.jpg” alt=”” width=”1600″ height=”1334″ />






 

Previous articleবাংলাকে আবাস-MGNREGA-য় কত টাকা? শ্বেতপত্র হাতে প্রচারে আসুন! মোদির কাছে মোক্ষম দাবি অভিষেকের
Next articleভোটের মুখে উত্তরবঙ্গে তাজা বোমা উদ্ধার, রিপোর্ট তলব কমিশনের