নিখোঁজ গৃহ শিক্ষকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহরে

গত রবিবার দুপুরে পর থেকে আর বাড়ি ফেরেননি। অন্য কোথাও খোঁজ পাওয়া যায়নি। বন্ধ ছিল মোবাইল ফোন। অবশেষে নিখোঁজ গৃহ শিক্ষকের (Private Tutor) দেহ উদ্ধার করল পুলিশ। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

টাংরা থানা এলাকার ৫৩ নম্বর কৃষ্টোফার রোড পূর্বাঞ্চল স্কুলের পাশ থেকে মঙ্গলবার রাতে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মৃতের নাম রাজু অধিকারী। বয়স আনুমানিক ৪০ বছর। গত রবিবার দুপুরের পর থেকে রাজুর দেখা পাচ্ছিলেন না এলাকাবাসী। তারা তখনই পুলিশের কাছে একটি মিসিং ডায়রি করেন।

মঙ্গলবার, সন্ধ্যার পর থেকেই স্কুলের পাশে তীব্র দুর্গন্ধ ছড়ায়। পুলিশ এসে রাজুর দেহ উদ্ধার করে। পেশায় ইংরেজির গৃহ রাজু আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান। তা সত্বেও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু রুজু করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন, নেপথ্যে কোনও রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।