নজরে নির্বাচন ২০২৪: আজও উত্তরবঙ্গে জোড়া সভা মমতার

লোকসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে একের পর এক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের পর শুক্রেও জোড়া সভা তৃণমূল সুপ্রিমোর। কোচবিহার এবং জলপাইগুড়িতে সভা করার পর আজ বেলা ১২টায় আলিপুরদুয়ার (Meeting in Alipurduar) এবং দুপুর ১টা নাগাদ জলপাইগুড়িতে (Jalpaiguri) সভা করবেন মমতা।

কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে CAA, এজেন্সি রাজনীতি – প্রচার সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন মমতা। আলিপুরদুয়ার লোকসভার অধীন তুফানগঞ্জে এইবার তৃণমূল প্রার্থী করেছে প্রকাশ চিক বরাইককে। তাঁর সমর্থনেই নাগুরুর হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করবেন মমতা। এর পাশাপাশি জলপাইগুড়িতে এবিপিসি গ্রাউন্ডে সভা হবে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে। ২০১৯ সালের লোকসভা ভোটে এই দু’টি আসনই জিতে নিয়েছিল বিজেপি। এ বার ওই আসন পুনরুদ্ধার করতে চায় তৃণমূল। উত্তরবঙ্গের ভোট প্রচারে বিজেপির জুমলা রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। বিবেক আর কুৎসার রাজনীতি করা পদ্ম নেতাদের বিরুদ্ধে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মানুষকে কী বার্তা দেন মমতা সেদিকে নজর থাকবে।