উরি সেক্টরে ভারতীয় সেনার দারুণ সাফল্য, জঙ্গি অনুপ্রবেশ আটকালো বাহিনী

জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে (Jammu Kashmir URI sector) জঙ্গি অনুপ্রবেশ আটকে দিল ভারতীয় সেনা (Indian army)। শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সাবুরা নালার কাছ থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি (infiltration of Terrorist)। সেনা বাহিনীর চিনার কর্পসের দেখতে পেয়েই রুখে দাঁড়ায়।এই অভিযানে যোগ দেয় জম্মু-কাশ্মীর পুলিশও (J &K Police)। শুরু হয় গোলাগুলি, শেষ খবর পাওয়া অনুযায়ী এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, বারামুল্লা জেলার উরি সেক্টরে জঙ্গি গতিবিধির খবর ছিল। সেই মতো তৈরি ছিল নিরাপত্তা বাহিনী। সাবুরা নালার পথ ধরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতেই ভারতীয় সেনা নজরে পড়ে। এই সময় উল্টো দিক থেকে গোলাগুলি শুরু হতেই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আন্তর্জাতিক সীমান্তে পৌঁছয় অতিরিক্ত বাহিনী। গুলির বর্ষণে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও তাঁর পরিচয় বা কোন জঙ্গিগোষ্ঠীর হয়ে সে কাজ করছে তা জানা যায়নি। তবে সীমান্তে তল্লাশি অভিযান চলছে।