Monday, November 10, 2025

সন্দেশখালি, সিঙ্গুর-নন্দীগ্রাম এক নয়, হাথরসে কতবার গিয়েছেন? মোদিকে তীব্র আক্রমণ মমতার

Date:

বাংলায় প্রচারে এসে সন্দেশখালি প্রসঙ্গ তুলে হাওয়া গরম করার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ ঘণ্টার মধ্যেই তার পাল্টা তুফানগঞ্জের সভা থেকে ধুয়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, সন্দেশখালির মা-বোনেদের জন্য এত কষ্ট, হাথরসে কতবার গিয়েছেন মোদিবাবু!

সন্দেশখালি ইস্যুতে জিইয়ে রাখতে চেয়েছিল বিজেপি (BJP)। কিন্তু প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাও মাঝে মধ্যেই উস্কানি দিতে চাইছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, বাংলায় প্রচারে এসে ফের সন্দেশখালির মহিলাদের জন্য কাঁদুনি গেয়েছেন মোদি। শুক্রবার, আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সভানেত্রী। তিনি ফের জানিয়ে দেন, ” মোদি সন্দেশখালি আর দুর্নীতি নিয়ে লড়াইয়ের কথা বলেছেন। জেনে রাখুন সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু স্থানীয় সমস্যা থেকে হয়েছিল। আমাদের পুলিশই তো ওদের গ্রেফতার করেছে। আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা অবিচার করিনি।”

এর পরেই তীব্র নিশানা করে মমতা বলেন, কিন্তু হাথরসে কী হয়েছিল? বিলকিসের কী হয়েছে? “তুমি কতবার হাথরসে গেছো, তোমার নেতারা কতবার গেছে? সন্দেশখালিতে তো কেউ মারা যায়নি। আর হাথরসে, মণিপুরে কী হয়েছিল। কেন তাঁরা বিচার পেলেন না?” এই প্রসঙ্গে সাক্ষী মালিকদের হেনস্থার প্রসঙ্গও তোলেন মমতা। জানিয়ে দেন বাংলায় নারীরা সুরক্ষিত। সন্দেশখালিতে জমি নিয়ে সমস্যা ছিল। সেই অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জমি ফিরয়ে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে নারীদের পরিস্থিতির দিকে নজর দিন তাঁদের নেতারা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version