অবশেষে স্বস্তি, লু সতর্কতার মাঝেই বৃষ্টির সুখবর!

কাঠফাটা রোদে যখন বাইরে বেরিয়ে কাজ করতে অস্বস্তি হচ্ছে, ঠিক তখনই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ কতটা উর্ধ্বমুখী তা নিয়েই একের পর এক পরিসংখ্যান উঠে এসেছে। শুক্রবারেও কলকাতা ৩৮ ডিগ্রি তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল থেকেই বাঁকুড়া, পুরুলিয়ায় তাপপ্রবাহের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এসবের মাঝেই সুখবর শোনালো হাওয়া অফিস (weather department)। রবি এবং সোমে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ (Rain in SouthBengal)!

ব্রাত্যকে সরানোর সুপারিশের পাল্টা জবাব, রাজভবনের রিপোর্ট কার্ডের কড়া উত্তর রাজ্যের

শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। মহানগরীর পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ও জারি হয় অ্যালার্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া শনিবার পর্যন্ত থাকলেও, রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকেলের পর উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।দক্ষিণবঙ্গে আগামিকাল অর্থাৎ শনিবার রাতের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে প্রায় চার ডিগ্রি মতো পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

i

Previous articleএক কেন্দ্রে একই নামের পাঁচ নির্দল! বিভ্রান্ত ভোটাররা
Next articleসব বিজেপির চক্রান্ত, ফের গেরুয়া শিবিরের ‘দালাল’দের নিশানা শাহজাহানের!