Saturday, August 23, 2025

তৈরি হল তৃণমূলের ১২ সদস্যের ইস্তেহার কমিটি, নেতৃত্বে অমিত মিত্র

Date:

রাজ্য নয়, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার জাতীয় স্তরের নির্বাচনী ইস্তেহার তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দলীয় ইস্তেহার নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে অমিত মিত্রের নেতৃত্বে তৈরি হয়েছে ১২ সদস্যের ইস্তেহার কমিটি।

ইস্তেহার কমিটিতে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সৌগত রায়, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, জহর সরকার ও তাপস মণ্ডল। বৈঠক শেষে কমিটির প্রধান অমিত মিত্র সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর লাগাতার আঘাত হেনে ভারতীয় সংবিধানের মূল স্তম্ভগুলিকে ধ্বংস করছে। তৃণমূল কংগ্রেস সেই ধ্বংসপ্রাপ্ত পরিকাঠামোকে পুনরুদ্ধার করবে। ইস্তেহার তৈরির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন দলের প্রতিনিধিরা। সেই মতো একটি খসড়া ইস্তেহার তৈরি করে খুব শীঘ্রই চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হবে।

কোন কোন বিষয় থাকবে এই ইস্তেহারে? তৃণমূল জানিয়েছে, ধর্মনিরপেক্ষতা, বেকারত্ব দূরীকরণ, মহিলাদের স্বশক্তিকরণ, জাতি-উপজাতিদেরও উন্নয়নের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হবে ইস্তেহারে। মোদির ভাঁওতাবাজির গ্যারান্টি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো শতাংশ প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টির মধ্যে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ নিশ্চিতভাবে জননেত্রীর পাশেই রয়েছে।

আরও পড়ুন- পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান

Related articles

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...
Exit mobile version