Tuesday, May 20, 2025

তপন থেকে হেমতাবাদ- জনজোয়ারে ভাসল তৃণমূল সুপ্রিমোর জোড়া সভা

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে (Loksabha Election) সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পরে শনিবার বালুরঘাটের তপন ও রায়গঞ্জের হেমতাবাদে সভা করেন তৃণমূল সভানেত্রী। আর ২টি সভাই ভাসল জনজোয়ারে।

প্রথম সভাটি শুরু হয় ১২টা নাগাদ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে। দ্বিতীয়টি সভাটি হয় কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেড়টা নাগাদ। তীব্র গরম এড়াতে জনসভার সময়ে এগিয়ে আনা হয়। কিন্তু তাপমাত্রার পারদ ছাপিয়ে গেল তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি স্থানীয় মানুষের ভালবাসার উত্তাপ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাটি হয় বাঘইট মাঠে। কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। ছাউনি ছাড়িয়ে রোদ মাথায় নিয়েও দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীর ভাণ্ডারের প্ল্যাকার্ডই শুধু নয়, একেবারে লক্ষ্মী সেজেই এসেছিল এক খুদে। হাতে লক্ষ্মীর ভাঁড়। তার সঙ্গে ছবি তোলেন তৃণমূল সুপ্রিমো।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের সভাটি হয় হেমতাবাদের পুলিশ প্লেগ্রাউন্ডে। সেখানেও বিপুল জনসমাগম হয়। মমতার (Mamata Banerjee) জোড়া সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ ছিল তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। মমতা একটি করে জনমুখী প্রকল্প, উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়েছেন- আর তুমুল হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেছে উপস্থিত জনতা। এককথায় রায়গঞ্জ আর বালুরঘাট ইঙ্গিত দিয়েছে ইভিএমে তাঁদের সমর্থন কোন দিকে থাকবে।




spot_img

Related articles

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...