Thursday, August 21, 2025

ক্ষমতায় এলেই বিজেপির দুর্নীতির পর্দাফাঁস, তৃণমূলের পথেই দাবি কংগ্রেসের

Date:

গোটা দেশে বিরোধীদের দমন করতে বিজেপির প্রধান হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সি (central agency)। বিরোধী রাজ্যের নেতা, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীদেরও হাজতবাস বাকি রাখেনি বিজেপি শাসিত কেন্দ্র সরকার। অন্যদিকে বিরোধীরা বিজেপি শাসিত রাজ্যের একাধিক দুর্নীতির পর্দাফাঁস করলেও সেখানে কোনও তদন্ত করে না কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের ক্ষমতায় এলে বিজেপির দুর্নীতির পর্দাফাঁসের হুঁশিয়ারি কংগ্রেসের (Congress)। রীতিমত দুর্নীতির নাম উল্লেখ করে নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করা হল বিজেপির কোন কোন দুর্নীতির তদন্ত করা হবে।

শেষ ১০ বছরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার বারবার করেছে। নতুন নতুন আইন প্রণয়নের চেষ্টা করেছে। একাধিক প্রকল্প চালু করেছে। কংগ্রেসের দাবি এসবই নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য। নোট বাতিল (demonetisation) থেকে রাফাল চুক্তি (Rafale), পেগাসাস মামলা (Pegasus Spyware) থেকে ইলেক্টোরাল বন্ড ইস্যু (Electoral Bonds) – সবটাই নিজেদের দুর্নীতি ঢাকতে ব্যবহার করা হয়েছে। গত ১০ বছরে বহু অন্যায়কারীকে দেশ ছাড়তে সাহায্য করেছে বিজেপি, যাদের আর দেশে ফেরানো হয়নি। এমনকি দেশের মধ্যে দুর্নীতি যারা করেছে বিজেপির ওয়াশিং মেশিনে (washing machine) তাদের পরিস্কার করা হয়েছে, এমনটাই দাবি কংগ্রেসের ইস্তাহারে।

বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে বিজেপির এজেন্সি ব্যবহারে দ্বিচারিতা নিয়ে সরব ছিলেন। এমনকি বর্তমানে নির্বাচনী প্রচার থেকে বিজেপি শাসিত একাধিক রাজ্যের দুর্নীতিরও পর্দাফাঁস করেছেন তিনি। আবার বাংলাতেই প্রথম আওয়াজ তোলা হয়েছিল বিজেপি ওয়াশিং মেশিনের বিরুদ্ধে। তবে দিল্লির ক্ষমতা দখলের প্রত্যাশী কংগ্রেস একটু দেরিতে হলেও বুঝেছে বাংলাই পথ দেখায়। এবার তাই তাদের ইস্তাহারে জায়গা পেয়েছে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version