রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান

আজ জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে খেলা বেঙ্গালুরুর। তার আগে রাজস্থান একটি ভিডিও পোস্ট করেছে।

আইপিএল-এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস। এই মুহুর্তে লিগ টেবিলের একদম তলানিতে আরসিবি। অন্যদিকে লিগের দ্বিতীয় স্থানে রাজস্থান। যদিও এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রাজস্থানের আবেশকে দেখে গাইলেন গান। যেই ভিডিও পোস্ট করেছে রাজস্থান।

আজ জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে খেলা বেঙ্গালুরুর। তার আগে রাজস্থান একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের সময় রাজস্থানের যুজবেন্দ্র চ্যাহালের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। ঠিক তখনই আঙুলের ইশারায় কাউকে ডাকছেন বিরাট। সেই সঙ্গে শম্মি কপূর ও শর্মিলা ঠাকুর অভিনীত ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবির বিখ্যাত গানের লাইন ‘অ্যায়সা মওকা ফির কাঁহা মিলেগা’ গাইতে শোনা যায় কোহলিকে। তারপরে দেখা যায়, রাজস্থানের আবেশ খান তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। আবেশকে জড়িয়ে ধরেন কোহলি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
[1:08 pm, 6/4/2024] Utpal Rajak BBS:


[1:08 pm, 6/4/2024] Sudipta Das: @Utpal Rajak BBS

এদিকে রাজস্থান তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পরে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্য দিকে চারটি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে বেঙ্গালুরু। ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন কোহলিরা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস