লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বীকার করুন: সন্দেশখালির বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা মমতার

সন্দেশখালিতে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া রেখা পাত্রকে (Rekha Patra) প্রার্থী করেছে বিজেপি। সেই রেখাই মাসে-মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পান। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এই বিষয়টি আগেই ফাঁস করেছিল তৃণমূল। শনিবার, তপনের সভা থেকে এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, “সরকার না দিলে এসব কোথায় পেতেন?”

নেত্রী হতে গিয়ে সরকারের বিরুদ্ধে না না অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী রেখা। অভিযোগ করেন, তাঁর মতো সন্দেশখালির বহু মহিলা না কি সরকারি প্রকল্পের সুবিধা পান না। অথচ সরকারি নথি বলছে, বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। প্রতি মাসে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। এই ইস্যুতেই এদিন সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেখার নাম না করে তৃণমূল সভানেত্রী বলেন, ”যে মহিলাকে ওখানে প্রার্থী করেছে, তারা নাকি কিছু পায় না। আমি বলছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থসাথী কার্ডও পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু সেটা করে দিয়েছি।”

রেখার উদ্দেশে মোক্ষম খোঁচা দিয়ে মমতা বলেন, “আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, সন্দেশখালি নিয়ে অপপ্রচার হচ্ছে। তাঁর মতে, “সন্দেশখালি নিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেফতার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে।”