Sunday, November 16, 2025

আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে একদিকে উত্তরবঙ্গে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে দলীয় সংগঠনকে মজবুত করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত কয়েকদিনে একের পর এক নির্বাচনী বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে দলের রণকৌশল ঠিক করছেন অভিষেক। সাংসদ, বিধায়ক থেকে ব্লক কিংবা পঞ্চায়েত স্তর, প্রতিটা ক্ষেত্রকে কাজে লাগিয়ে চব্বিশের ভোটযুদ্ধ জিততে চায় তৃণমূল (TMC)। তাই লোকসভা কেন্দ্র ধরে ধরে নির্বাচনী বৈঠকে অভিষেক। আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

নির্বাচনের আগে রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে অভিষেকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গ্রামে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। এবার গ্রামের ভোটে ঘাটতি কোথায়, বিশেষত উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পঞ্চায়েত প্রধানদের কোন কোন কাজ এখনও বাকি রয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ করবেন অভিষেক। এখনও পর্যন্ত নির্বাচনী রণকৌশল সাজাতে যেসব রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি, সেখানে পুরসভার কাউন্সিলরদের ঘাটতি মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে বৈঠক শুরু করেন অভিষেক। এরপর জেলা ধরে ধরে সাংগঠনিক মিটিং করছেন তিনি। মালদহের দু’টি লোকসভা নিয়ে শুক্রবার দু’দফায় প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। প্রথম ৪০ মিনিট বৈঠক হয় দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, দুই কেন্দ্রের প্রার্থী, দলের জেলা সভাপতি এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপর দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন আমন্ত্রিত ১২১ জন নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে। আজ ভার্চুয়াল বৈঠকে পঞ্চায়েত প্রধানদের কী নির্দেশ দেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version