Sunday, August 24, 2025

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে একদিকে উত্তরবঙ্গে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে দলীয় সংগঠনকে মজবুত করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত কয়েকদিনে একের পর এক নির্বাচনী বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে দলের রণকৌশল ঠিক করছেন অভিষেক। সাংসদ, বিধায়ক থেকে ব্লক কিংবা পঞ্চায়েত স্তর, প্রতিটা ক্ষেত্রকে কাজে লাগিয়ে চব্বিশের ভোটযুদ্ধ জিততে চায় তৃণমূল (TMC)। তাই লোকসভা কেন্দ্র ধরে ধরে নির্বাচনী বৈঠকে অভিষেক। আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

নির্বাচনের আগে রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে অভিষেকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গ্রামে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। এবার গ্রামের ভোটে ঘাটতি কোথায়, বিশেষত উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পঞ্চায়েত প্রধানদের কোন কোন কাজ এখনও বাকি রয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ করবেন অভিষেক। এখনও পর্যন্ত নির্বাচনী রণকৌশল সাজাতে যেসব রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি, সেখানে পুরসভার কাউন্সিলরদের ঘাটতি মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে বৈঠক শুরু করেন অভিষেক। এরপর জেলা ধরে ধরে সাংগঠনিক মিটিং করছেন তিনি। মালদহের দু’টি লোকসভা নিয়ে শুক্রবার দু’দফায় প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। প্রথম ৪০ মিনিট বৈঠক হয় দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, দুই কেন্দ্রের প্রার্থী, দলের জেলা সভাপতি এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপর দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন আমন্ত্রিত ১২১ জন নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে। আজ ভার্চুয়াল বৈঠকে পঞ্চায়েত প্রধানদের কী নির্দেশ দেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version