ভূপতিনগরে বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত NIA! 

ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট করে গ্রেফতারির প্রতিবাদে এবার গর্জে উঠল ভূপতিনগর (Bhupatinagar)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুরে ভূপতিনগর বিস্ফোরণ হামলার তদন্তে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করতেই উত্তেজনা ছড়ায় অর্জুননগরে। বিজেপির এজেন্সি রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠেন সাধারণ মানুষ। NIA -এর গাড়ি আটকে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। ভাঙলো গাড়ির কাচ , তদন্তকারী ২ আধিকারিক আহত হয়েছেন বলে খবর। অভিযোগ অস্বীকার করে গ্রামবাসীরা বলছেন সবটাই শুভেন্দু অধিকারীর চক্রান্ত। গ্রামে কোন গাড়ি ঢোকেনি তাই হামলার প্রশ্নই উঠছে না।

ভূপতিনগরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি। বেছে বেছে তৃণমূল নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে? এই অভিযোগ তুলে গ্রামের মহিলারা রাস্তায় বসে কেন্দ্রীয় এজেন্সির গাড়ি আটকে দেন। জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এনআইএ-র তদন্তকারী দল আপাতত কলকাতার দিকে রওনা দিয়েছে।