Friday, November 14, 2025

আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে একদিকে উত্তরবঙ্গে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে দলীয় সংগঠনকে মজবুত করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত কয়েকদিনে একের পর এক নির্বাচনী বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে দলের রণকৌশল ঠিক করছেন অভিষেক। সাংসদ, বিধায়ক থেকে ব্লক কিংবা পঞ্চায়েত স্তর, প্রতিটা ক্ষেত্রকে কাজে লাগিয়ে চব্বিশের ভোটযুদ্ধ জিততে চায় তৃণমূল (TMC)। তাই লোকসভা কেন্দ্র ধরে ধরে নির্বাচনী বৈঠকে অভিষেক। আজ রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

নির্বাচনের আগে রাজ্যের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে অভিষেকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গ্রামে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। এবার গ্রামের ভোটে ঘাটতি কোথায়, বিশেষত উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পঞ্চায়েত প্রধানদের কোন কোন কাজ এখনও বাকি রয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ করবেন অভিষেক। এখনও পর্যন্ত নির্বাচনী রণকৌশল সাজাতে যেসব রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি, সেখানে পুরসভার কাউন্সিলরদের ঘাটতি মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে বৈঠক শুরু করেন অভিষেক। এরপর জেলা ধরে ধরে সাংগঠনিক মিটিং করছেন তিনি। মালদহের দু’টি লোকসভা নিয়ে শুক্রবার দু’দফায় প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। প্রথম ৪০ মিনিট বৈঠক হয় দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, দুই কেন্দ্রের প্রার্থী, দলের জেলা সভাপতি এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপর দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন আমন্ত্রিত ১২১ জন নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে। আজ ভার্চুয়াল বৈঠকে পঞ্চায়েত প্রধানদের কী নির্দেশ দেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version