এবার হার্দিকের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

রবিবার আইপিএল-এর ম্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ মুম্বই।

এবার হার্দিক পান্ডিয়ার পাশে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় । ২০২৪ আইপিএল শুরু হওয়ার পর থেকেই হারের মুখ দেখে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হারের হ্যাটট্রিক মুম্বইয়ের। এরপর থেকেই মুম্বই অনুরাগীদের বিদ্রুপের মুখে পড়েন তিনি। আর এই নিয়ে এবার মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রবিবার আইপিএল-এর ম্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ মুম্বই। সেই ম্যাচে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ দর্শকদের হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়। এটা একেবারেই ঠিক নয়। রোহিত শর্মা আলাদা ক্লাসের ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু এটা হার্দিকের দোষ নয় যে, তাঁকে মুম্বই থেকে অধিনায়ক করা হয়েছে।”

২০২৪ আইপিএল শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়। পাঁচ বার আইপিএল জয়ী রোহিতকে সরানোয় দর্শকরা ক্ষোভ সোশাল মিডিয়ায় উগরে দেয়। মাঠে বল গড়ানোর পর দর্শকরা নানা ভাবে ব্যঙ্গ করেছে হার্দিককে। এরপর টানা ম্যাচ হারে আরও বিদ্ধস্ত্য হার্দিক।

আরও পড়ুন- ফের কাঠগড়ায় কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, এবার অভিযোগ পাঞ্জাবের ক্রিকেটারের