Thursday, August 21, 2025

ভূপতিনগরে ‘নিয়মমাফিক’ হানার দাবি NIA-র; পাল্টা ‘জীতেন্দ্র’ প্রশ্ন অভিষেকের

Date:

বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় এজেন্সি নির্বাচনের আগে কতটা তৎপর, রবিবাসরীয় সকালে তথ্য সহ তৃণমূল তা তুলে ধরতেই সাফাইয়ের পালা শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র। বিজ্ঞপ্তি জানিয়ে এনআইএ (NIA) প্রমাণ করতে শুরু করে যে আদালতের নির্দেশে নিয়ম মেনে, আইনি পথে ও আইনের নির্দেশ মেনে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হানা দিয়েছিল আধিকারিকরা। সেখানেই পাল্টা প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের পক্ষ থেকে এনআইএ পুলিশ সুপার (SP) ধন রাম সিংয়ের সঙ্গে বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারি আদৌ দেখা করতে গিয়েছিলেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

কেন্দ্রীয় এজেন্সি (central agency) এনআইএ-কে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারি যে বিজেপির পরিকল্পনাতে হয়েছে তা প্রমাণ করতে রবিবার তথ্য তুলে ধরেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে এনআইএ। সেখানে দাবি করা হয় তাঁদের ভূপতিনগরে হানা নিয়ে বহিরাগত ক্ষমতা প্রয়োগের যে অভিযোগ তোলা হয়েছে তা তাঁরা অস্বীকার করছেন। এনআইএ-র নামে বেআইনি কার্যকলাপের যে অভিযোগ আনা হয়েছে তাও তাঁরা অস্বীকার করেছেন এবং গোটা বিতর্ককে দুর্ভাগ্যের বিষয় হিসাবে দাবি করা হয়।

তবে তাঁদের বিজ্ঞপ্তিতে কোথাও জীতেন্দ্র তেওয়ারির এই ঘটনায় সংযোগ বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি বিজেপি নেতার নামও উল্লেখ করে কোনও প্রমাণ দাখিল করা হয়নি। ফলে বিজ্ঞপ্তির পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দাবি করেন, ২৬ মার্চ এনআইএ-র আধিকারিক ধন রাম সিংয়ের সঙ্গে জীতেন্দ্র তেওয়ারি দেখা করেছিলেন কি না তার ব্যাখ্যা দিক NIA। সেই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলের কাছে ওই দিন যাতায়াতের ভিডিও রয়েছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version