Wednesday, August 27, 2025

ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা: ঘাটালে বিরাট ঘোষণা অভিষেকের

Date:

দলীয় প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে রোড শো শেষে কেন্দ্রে বঞ্চনা নিয়ে ফের সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘোষণা করেন, “কেন্দ্রের উপর ভরসা না করে রাজ্য সরকার এ বছরের ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দিতে শুরু করবে।“

রবিবার, দেবের সমর্থনে রোড শেষে আধ ঘণ্টার সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, দেবকে কেন ঘাটালের মানুষ ভোট দেবেন, আর কেন দেবের প্রতিপক্ষ হিরণকে কেন ভোট দেবেন না। অভিষেক (Abhishek Banerjee) বলেন, তৃণমূল কথা দিলে কথা রাখে। জানান, কাজ করিয়েও ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ৫৯ লক্ষ গরিব মানুষকে সেই টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, কেন্দ্র না দিলে রাজ্য সরকার আবাস যোজনার টাকাও দিয়ে দেবেন। বলেন, “আরও একটা ঘোষণা আছে। সেটা কি আজই বলব?“ জনগণের সাড়া পেতেই অভিষেক বলেন, “রাজ্য সরকার এ বছরের ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দিতে শুরু করবে।“ অভিষেক আরও বলেন, “আমি কথা দিয়ে গেলাম, যে যে এলাকায়, যে সমস্ত, বিধানসভা, পঞ্চায়েত এলাকা বা পুরসভায়— যেখানেই আপনারা আমাদের হাত শক্ত করবেন, সেই এলাকার মানুষের অ্যাকাউন্টে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তি।“

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি বলেছিলাম, একুশের নির্বাচনে হারের পর সম্পূর্ণ রাজনৈতিক কারণে একশো দিন থেকে আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। উত্তরবঙ্গে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, গত তিন আর্থিক বছরে এক টাকাও আপনারা বাংলাকে দেননি। হিম্মত থাকলে কত টাকা দিয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করে জানান। চার সপ্তাহ হয়ে গেল, এখনও চুপ বিজেপির সরকার। ভোট আসতেই এখন প্রধানমন্ত্রী রোজ রাজ্যে আসছেন। অনেক বড় বড় কথা বলছেন। একুশের ভোট শেষ হওয়ার পর তাঁদের দেখতে পেয়েছেন আপনারা? কিন্তু কোভিড থেকে আমফান, সব সময়ই আপনাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তৃণমূল কথা দিলে কথা রাখে। আমরা বলেছিলাম মা-বোনেদের লক্ষ্ণীর ভাণ্ডার দেব। দিয়েছি। অনেকে বলেছিলেন ৫০০ টাকায় চলছে না। তাই আমরা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছি। সেই টাকাও ঢুকতে শুরু করেছে মা-বোনেদের অ্যাকাউন্টে। এটাই তৃণমূল কংগ্রেস, যাঁরা কথা দিলে কথা রাখে।“




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version